টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা বাসের সঙ্গে অন্য বাসের ধাক্কা লেগে এক যাত্রী নিহত হয়েছে। গত সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মা সিএনজি পাম্পের পশ্চিম পাশে বাওয়ার কুমারজানি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক (৭০) সৈয়দপুর উপজেলার টার্মিনাল গ্রামের মৃত জয়েন মাহমুদের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ব্লু বার্ড ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাস রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের বাওয়ার কুমারজানি এলাকায় পৌঁছায়। এ সময় দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে ওই বাসের ধাক্কা লাগে। এতে বাসের সামনের গ্লাস ভেঙ্গে যায়। এ সময় ওই বাসের ১জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় দুইজন যাত্রী আহত হয়েছে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার (ওসি) সোহেল সারোয়ার সাংবাদিকদের জানান, দুর্ঘটনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি বাস আটক করেছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।