ঢাকা | 12 September 2025

মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 10, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানমালা উদ্বোধনকালে শান্তির পায়রা উড়িয়ে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানমালা উদ্বোধনকালে শান্তির পায়রা উড়িয়ে দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
ad728



স্টাফ রিপোর্টার
মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। ৯ আগস্ট শনিবার পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্যক্রমের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।  অনুষ্ঠানের শুরুতেই ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। এরপরে আদিবাসী কৃষ্টি কালচার ঐতিহ্য তুলে ধরার জন্য বিভিন্ন ঐতিহ্যবাহী নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক। প্রধান অতিথি ছিলেন কারিতাস সিডিআইয়ের পরিচালক বিশিষ্ট লেখক গবেষক মি. থিওফিল নকরেক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লুথ্যারন হেলথ কেয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক লেখক ড. গ্রেনার মারাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. আবু নাসের মোহসীন হোসেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের উপদেষ্টা অব. স্পেশাল জেলা জজ জগদিশ চন্দ্র, এসিডিএফ ও জিএমএডিসির প্রধান উপদেষ্টা অজয় এ মৃ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাএমরানুল কবির, বেলা টাঙ্গাইলের বিভাগীয় প্রধান গৌতম চন্দ্র চন্দ, উপজেলা বিএনপির সহসভাপতি এম রতন হায়দার, জয়েন শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক জন যেত্রা, কারিতাসের বাঁধন চিরান, আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা সুচনা রুয়াম, পীরগাছা সেন্ট পৌলস ধর্ম পল্লীর পাল পুরোহিত এপোলো রোজারিও সিএসসি, জলছত্র ধর্মপল্লীর পাল পুরোহিত সুবাস কস্তা সিএসিসি, পীরগাছা সেন্ট পৌলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন মৃ, ভুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এপ্রিল মৃ, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন,থাংয়ানি কোঅপারেটিভ  ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিজির মার্টিন মৃ প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ