ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলে কারাবন্দিদের নিয়ে মাদক বিরোধী সভা

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 21, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেলা কারাগারে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফা হক। ছবির ক্যাপশন: টাঙ্গাইল জেলা কারাগারে মাদক বিরোধী সচেতনতামূলক সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফা হক।
ad728

টাঙ্গাইলে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে কারা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মো. তৌহীদুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি নেশার জগৎ থেকে ফিরে আসার পরামর্শ দেন। এসময় মাদকবিরোধী সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শিত হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ