বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা যারা করছে, তারা দেশের অশুভ ও অগণতান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়। এজন্য পুরো জাতিকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। পিআর নিয়ে যারা আন্দোলন করছে কিংবা নির্বাচন পেছাতে চাইছে, তারা ঠিক করছে না। গণতন্ত্র, উন্নয়ন ও অর্থনীতির জন্য নির্বাচনের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বিএনপি আগেও বলেছে— জাতি এখনো পিআর ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। তাই এই মুহূর্তে নির্বাচনের বিকল্প কোনো পথ নেই। যারা নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করছে, তাদের উচিত হবে মাঠে নেমে দেশপ্রেমিকতার প্রমাণ দেওয়া।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান, আজিজুল ইসলাম বিজয়সহ আরও অনেকে।
পরে তিনি উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।