স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মধুপুরের সেরা তিন ব্রেড ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিধি লঙ্ঘনের দেয় ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বিকেলে মধুপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই দন্ডাদেশ দেন।
জানা যায় মধুপুর উপজেলার হেনা ব্রেড ফ্যাক্টরি এন্ড কনফেকশনারি, আশা ফোর্স এন্ড ব্যাকারি এবং আরিফ ব্রেড ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় আশা ব্রেক ফ্যাক্টরি লাগানো পিএসটিআইয়ের সিলমোহর থাকলেও তাদের সি আই এর নবায়ন করা নেই। তারা বিগত ২০১৪ সালের পর আর বিএসটিআইয়ের অনুমোদন নেননি। এদিকে হ্যান্ড আপডেট ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত। আরিফ ব্রেক ফ্যাক্টরিতেও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ মেলে। এই অভিযোগগুলোর কারণেই ওই তিন ফ্যাক্টরির কর্তৃপক্ষকে ৪৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন বিএসটিআই গাজীপুর এর ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন মধুপুর সেনা ক্যাম্পের একটি দল।