ঢাকা | 03 November 2025

কুমুদিনী সরকারি কলেজে মাদকাসক্তি সমস্যা সংক্রান্ত সেমিনার

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে মাদকাসক্তি সমস্যা: কার্যকারণ নির্ণয় এবং সমাধানে পেশাদার সমাজকর্মীর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলেজের সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে। মঙ্গলবার সকালে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক খান ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক  মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া। মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এর অধ্যাপক ও বিজয়-২৪ হলের প্রভোস্ট  ড. মোহাম্মদ জামিরুল ইসলাম। সেমিনারে বিশেষ আলোচক ছিলেন  টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  শামসাদুল আখতার শামীম। প্রবন্ধ উপস্থাপনা করেন সমাজকর্ম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. অলিউল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক এসএম সাখাওয়াত হোসেন।শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করেন বৃষ্টি আক্তার। সেমিনারে মাদকের কুফল ও এর প্রতিকার বিষয়ে তথ্যবহুল আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ফজলুল হক। সেমিনারে কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও সমাজকর্ম বিভাগের সম্মান ও মাস্টার্সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ