ঢাকা | 15 January 2026

কবি আযাদ কামাল একজন পরিপূর্ণ সাহিত্যসারথি

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


সহস্রাব্দের প্রথম দশকের কবি আযাদ কামাল একজন সাহিত্য সংগঠক ও বহুমাত্রিক প্রতিভার অধিকারী পরিপূর্ণ সাহিত্যসারথি। কলেজে শিক্ষকতার পাশাপাশি শিল্প-সাহিত্য চর্চায় তাঁর ভূমিকা আমাদের সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করে। তিনি টাঙ্গাইল জেলা থেকে প্রকাশিত একমাত্র সাহিত্যপত্রিকা 'সময়ের সাহিত্যকণ্ঠ'-এর সম্পাদক ও প্রকাশক। টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর উপস্থিতিই বলে দেয়— তিনি সাহিত্যের একজন নিপুণ ফেরিওয়ালা। 
কবি আযাদ কামালের কবিতায় মা-মাটি-প্রকৃতি ও মানুষের কথা যেমন আছে, তেমনি আছে যাপিত জীবনবোধ ও সমসাময়িক বাস্তবধর্মী উপাখ্যান। আধুনিক কবিতার আবহে কবিতা লিখলেও তাঁর কবিতা অত্যন্ত প্রাঞ্জল ও অনুভূতিপ্রবণ। তাঁর কবিতাপাঠে যেন আমাদের হৃদয়ের কথাই খুঁজে পাই।
আমি মনে করি, এখানেই কবি আযাদ কামাল সার্থক ও মহিমান্বিত।

টাঙ্গাইলকে বলা হয় 'কবিধাম'। এই কবিধাম টাঙ্গাইলে  অনেক কবিসাহিত্যিক জন্মগ্রহণ করছেন। জাতীয় পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্তও হয়েছেন অনেকে। সেই ধারাবাহিকতার যোগ্য উত্তরসূরি কবি আযাদ কামাল।

টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলার কবি- সাহিত্যিকদের সংগঠিত করার ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নিশ্চয়ই নতুন প্রজন্মের কবি-লেখক-পাঠকদের জন্য তা অনুপ্রেরণার উৎস। ইতোমধ্যে তাঁর সম্পাদিত সাহিত্যপত্রিকা 'সময়ের সাহিত্যকণ্ঠ' টাঙ্গাইলসহ দেশব্যাপী সমাদৃত হয়েছে। একদিন তা কালের মহীরূহ হয়ে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই। কবি আযাদ কামাল বলেন, 'কবিতা শুধু কাব্যিক অনুভূতি প্রকাশ করে না, বরং এটি মানুষের মনন-মনীষা ও বিবেক জাগ্রত করার একটি শক্তিশালী মাধ্যম।'


কবি আযাদ কামাল বাংলা ভাষা ও সাহিত্যে বিএ(সম্মান)সহ এমএ ডিগ্রি লাভ করে অধ্যাপনা পেশায় নিয়োজিত রয়েছেন। ছাত্রজীবন থেকেই  লেখালিখি করে তিনি সুনাম-সুখ্যাতি অর্জন করেছেন। এ যাবত তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ : স্বপ্নের ভেতরে এক স্বপ্ন -২০০৫ (কাব্যগ্রন্থ),ঘাসফুল কিংবা শ্রাবণের জল-২০১০ (কাব্যগ্রন্থ), মুগ্ধ হাসে ফোকলা দাঁতে- ২০২০ (ছড়াগ্রন্থ), ঘাটাইলের কবি ও কবিতা-২০২১ (সম্পাদিত), নিরালা মোড়-২০২৪ (কাব্যগ্রন্থ), অন্তর্দহন-২০২৫ (কাব্যগ্রন্থ) ও সম্পাদক: অমৃত অন্বেষা (সাহিত্যের ছোট কাগজ)।


ইতোমধ্যে— সাহিত্য ও সম্পাদনায় বিশেষ অবদানের জন্য তিনি  'কবি জীবনানন্দ দাশ স্মৃতি সম্মাননা-২০১৯', তরুণ লেখক পর্যায়ে 'টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার-২০২০', 'ছায়াবিথী গুণিজন সম্মাননা-২০২৪' ও 'মৃন্ময় লিটল-ম্যাগ সম্মাননা-২০২৫সহ নানা সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য : উপদেষ্টা-সম্পাদক : দৈনিক টাঙ্গাইল সমাচার, আজীবন সদস্য : সাধারণ গ্রন্থাগার, টাঙ্গাইল, প্রতিষ্ঠাতা পরিচালক : ঘাটাইল সাহিত্য পরিষদ, ঘাটাইল, প্রতিষ্ঠাতা আহবায়ক : এলেঙ্গা সাহিত্য সংসদ, এলেঙ্গা, কালিহাতী, সহসম্পাদক : টাঙ্গাইল সাহিত্য সংসদ এবং উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য : সিংগুরিয়া মহিলা বিএম কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল।

কবি আযাদ কামাল ১৯৭৬ সালের ৩রা জানুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলে জন্মগ্রহণ করেন। সহধর্মিণী রেখা মির্জা ও একমাত্র কন্যা যারীন তাসনিম মুগ্ধ কে নিয়ে বর্তমানে টাঙ্গাইলে বাস করছেন। 





কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ