ঢাকা | 05 November 2025

কালিহাতীতেখাদ্যবান্ধব কর্মসুচি র ১২৬ বস্তা চাল উদ্ধার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


   টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের পৌজান বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা খাদ্য বিভাগ। 

গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর  বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই চালগুলো জব্দ করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুর রহমান খান জানান, পৌজান বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা তাদের বরাদ্দকৃত চাল বিক্রি করে দেন। সেই চালই কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বাজারের দুটি ঘরে মজুদ করেছিলেন পাইকড়া ইউনিয়নের মুনোটিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহাবুদ্দিন শাহু। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার ঘর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১২৬ বস্তা চাল জব্দ করা হয়।

তিনি আরও জানান, শাহুর বিরুদ্ধে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ করার অভিযোগে মামলা দায়েরের করছে খাদ্য কর্মকর্তা।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ