ঢাকা | 15 January 2026

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় গৌরীপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল ও স্মরণসভা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ।
স্মরণসভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সদস্য সচিব হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, রাকিবুল ইসলাম রাকিব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক শিল্প, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য ফারুক আহাম্মদ, সদস্য আরিফ আহমেদ প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ