বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ আজ বুধবার বিকালে ঘাটাইল উপজেলার পৌরসভা এলাকায় গণসংযোগ করেছেন।
এ সময় তিনি  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি দেশে গনতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমান ঘোষিত এই বার্তা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে জনগনকে আহবান জানান। 
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। পৌর বিএনপি’র সাবেক সভাপতি মনজুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, বিআরডিবি,র চেয়ারম্যান হারুর অর রশিদ. সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল  উপজেলা শাখার নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।