ঢাকা | 15 January 2026

ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের ঘাটাইলে ৬ কেজি গাঁজাসহ লাল মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমির হামজা জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়  লাল মিয়াকে তার নিজ গ্রাম খাজনাগাড়া থেকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী লাল মিয়াকে গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসা নিয়ে নানা অভিযোগ ছিল। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ