ঢাকা | 15 January 2026

টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শীতার্ত মা-বোনদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Jan 8, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
শীতার্ত মানুষের পাশে দাড়ানোর অংশ হিসেবে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডস্থ নিজস্ব কার্যালয় থেকে বুধবার (৭ জানুয়ারি) সকালে শহরের স্থানীয় শীতার্ত মা ও বোনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রমে শীতের কষ্ট লাঘবে স্বেচ্ছাসেবীরা শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিত, সাংগঠনিক সম্পাদক ফরিদ খান, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদ হোসেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহাদিয়া ইসলাম মীমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোই টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরামের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ