ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলে ক্লিনিকগুলোর সেবার মান বাড়াতে মালিক সমিতির তদারকি

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 10, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ ছবির ক্যাপশন: টাঙ্গাইলের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ
ad728

স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ক্লিনিকগুলোতে সেবার মান বৃদ্ধি ও বিধি অনুসরণের জন্য টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে তদারকি করা হয়েছে। সংগঠনে সভাপতি ছাইদুল হক ছাদুর নেতৃত্বে ৯ আগস্ট শনিবার দুপুরে শহরের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু জানান, জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কাজ করে যাচ্ছে। এই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে থাকে। এই অভিযোগ থেকে মুক্ত থাকা, প্রতিষ্ঠানের সেবার মান নিশ্চিত করা এবং সরকারি নিয়মকানুন যথাযাথভাবে অনুসরণ করার বিষয় তদারকি করার জন্যই ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়।
জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বলেন, মান উন্নয়নের স্বার্থে প্রথম দফায় ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়েছে। এতে কিছু ক্রুটি ও বিচ্যুতি পাওয়া গেছে। সেগুলোর সমাধান দ্রুতই করা হবে। ভুয়া ডাক্তার ও ভুয়া টেস্টর বিষয়েও সর্তক করা হয়েছে।এ সময় ক্লিনিক মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ