ঢাকা | 05 November 2025

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

 


টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে পৌরসভার চাটিপাড়া সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মাহবুব হোসেন জানান।নিহত ২০ বছর বয়সী অনিক টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর এলাকার নিশানের ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, অনিক কালিহাতী পৌরসভার সিলিমপুর এলাকায় চাচাতো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে আসেন। সকালে কালিহাতী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেলযোগে সিলিমপুর যাওয়ার পথে চাটিপাড়া সেতু এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে অনিক পড়ে গেলে বাসের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ