ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 
স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত এবং একজন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ধনবাড়ী উপজেলার বিলাসপুর বটতলা নামক স্থানে। জানা যায়, জামালপুর গামী পিকআপটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনা স্থলেই তিনজনের মৃত্যু হয়। 
নিহতারা হলেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরপলাশিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জিন্নত আলীর ছেলে মোঃ আল-আমিন (৩০) এবং জামালপুর সদর উপজেলার হাসিল মানিকবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে জুয়েল মিয়া (৩২)। 
ধনবাড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা আকরাম হোসেন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেল টাঙ্গাইলের ঘাটাইলের সেনানিবাসে যাচ্ছিলো । এসময় মোটরসাইকেলটি উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটলায় পৌঁছালে জামালপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও মোটরসাইকেল চালক, মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। নিহতের স্বজনরা আসার পর আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ