ঢাকা | 16 January 2026

টাঙ্গাইলের সাতটি আসনে জাতীয় পার্টির (জিএম কাদের) প্রার্থী ঘোষনা

প্রগতির আলো ডেস্ক, .
নিউজ প্রকাশের তারিখ :Dec 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে প্রার্থী ঘোষনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে  ৩০০টির মধ্যে ২৪৩টি আসনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন পার্টি  মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

টাঙ্গাইলের সাতটি আসনে যাদের নাম ঘোষনা করা হয়েছে তারা হলেন, মধুপুর ও ধনবাড়ি উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে মোঃ ইলিয়াস হোসেন । গোপালপুর ও ভূঞাপুর  উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-২ আসনে হুমাউন কবির তালুকদার  । ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসনে মোঃ আসাদুজ্জামান খান।

কালিহাতী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৪ আসনে লিয়াকত আলী। টাঙ্গাইল  সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ আসনে মোজাম্মেল হক। নাগরপুর ও দেলদুয়ার উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৬ আসনে মোহাম্মদ মামুনুর রহিম।বাসাইল ও সখীপুর  উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৮ আসনে মোঃ নাজমুল হাসান। উল্লেখ্য, মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ আসনে প্রার্থীর নাম ঘোষনা করা হয় নাই।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ