স্টাফ রিপোর্টার
ঢাকায় ব্যবসায়িকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে মধুপুর শিল্প ও বণিক সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সংগঠনে কার্যালয় থেকে শুরু হয়ে মধুপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুপুর বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।
আনারস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মধুপুর শিল্প ও বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু, সহসভাপতি জহিরুল ইসলাম মাধু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, হুরমুজ আলী, মোশাররফ হোসেন প্রমূখ।
সমাবেশে বক্তারা সোহাগ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য ৯ জুলাই বুধবার সকালে ঢাকার মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় সোহাগ নামের এক ব্যবসায়িকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সারা বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে উঠে।