টাংগাইল প্রেস ক্লাবের আনন্দ ভ্রমন ও অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাংগাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের যোগাযোগ সবসময় থাকে কিন্তু পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ কখনো হয়ে ওঠে না। আজকে সেই ব্যতিক্রম আয়োজনে অংশ গ্রহণ করতে পেরে সত্যি আমি আন্দবোধ করছি। রাজনৈতিক নেতারা যেমন ঝুঁকি নেয়, সাংবাদিকরা কাজ করে তেমনি ঝুঁকি নিয়ে। রাজনৈতিক নেতারা যেমন পরিবারকে সময় দিতে পারে না সাংবাদিকরাও তেমনি পরিবারকে সময় দিতে পারেনা।
তিনি বলেন, সাংবাদিকরা সমাজের পথ প্রদর্শক। ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা সঠিক সংবাদ প্রকাশ করতে পারেনি। সঠিক সংবাদ প্রকাশ করলে তাদেরকে জেল খাটতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এখন যদি ইনটেনশনালী সাংবাদিকতা করেন তাহলে সেটা দুঃখজনক। দয়া করে সে কাজ থেকে বিরত থাকবেন। আগামীতে গণতন্ত্রের উত্তরণের পথে আপনাদের সঠিক ভূমিকা প্রত্যাশা করি। বিএনপি সব সময় সাংবাদিকদের পাশে থেকেছে। জাতীয় প্রেসক্লাবের জমি ভবন বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দিয়েছেন। আগামীতেও সাংবাদিকদের পাশে থাকবে বিএনপি।
তিনি বলেন, সমাজ চাঁদাবাজি চায়না সন্ত্রাসী চায়না হানাহানি চায়না। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর নিরাপদ সমাজ গঠন করা হবে। ৩১ দফা বাস্তবায়নের মধ্যে প্রতিটি নারীকেও সম্মানিত করা হবে। তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তারেক রহমানের নেতৃত্বে উদারগণতান্ত্রিক সুন্দর নিরাপদ সমাজ গঠন করা হবে।
টাঙ্গাইল জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, বিগত সময়ে আমরা এমন অনুষ্ঠানে আসতে পারিনি। বর্তমানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ। দেশের সংকটা পণ্য অবস্থায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের লেখনীর মাধ্যমে জাতি পথনির্দেশনা পাবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ইফতারের সময় সাংবাদিকদের স্বাধীনতা না থাকলেও টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্ব পালনের চেষ্টা করেছে। আগামী দিনেও সত্য প্রকাশের জন্য সাংবাদিকরা ভূমিকা পালন করবে। আওয়ামী লীগ আমলে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিবেদন করার আহ্বান জানান তিনি।