ঢাকা | 04 November 2025

ফেসবুকে প্রবাসীদের নিয়ে অশালীন মন্তব্য: সওজের উপসহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের সখীপুরে একটি ফেসবুক পোস্টে প্রবাসীদের নিয়ে অশালীন মন্তব্য করায় সওজের উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে সখীপুর-সাগরদীঘি আঞ্চলিক মহাসড়কের কার্পেটিংয়ের কাজ চলছিল। ওই সড়কের কাজ সঠিকভাবে হচ্ছেনা বলে স্থানীয় ফেসবুক পেজে ভিডিও পোস্ট করা হয়। ওই পোস্টে জাহিদ হাসান নামের এক প্রবাসী মন্তব্যের জবাবে মির্জাপুর সড়ক উপ-বিভাগ টাঙ্গাইলের সওজের উপসহকারী প্রকৌশলী আনিছুর রহমান লিখেন- "বিদেশী কামলারাও যদি ইঞ্জিনিয়ার হয়, তাইলে তো দেশের ১৮ টা বাজবে।" 
এরপর থেকেই সখীপুরের প্রবাসীসহ স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানাতে থাকেন। একপর্যায়ে তাঁরা শুক্রবার উপসহকারী প্রকৌশলী আনিসুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। 
এদিকে মানববন্ধন কর্মসূচি ঘোষণার পর অভিযুক্ত আনিসুর রহমান তাঁর ফেসবুকের মন্তব্যটি অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেন। তাঁর পরিবারের সদস্যও প্রবাসী রয়েছে বলে উল্লেখ করে ভুল বুঝাবুঝির অবসান চান। 
অন্যদিকে প্রবাসীদের নিয়ে তাঁর ওই অশালীন মন্তব্য ভাইরাল হতে থাকে। আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে আনিসুর রহমানকে জানানো হয়,  আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। যা “সরকারি প্ৰতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিৰ্দেশিকা ২০১৯” আলোকে সরকারের গণকর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অনুসরণীয় বিষয়সমূহের পরিপন্থী। 
এমতাবস্থায়, সরকারি নির্দেশনা অমান্য করায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে দাখিল করার জন্য বলা হলো। 
এ প্রসঙ্গে উপসহকারী প্রকৌশলী আনিসুর রহমান জানান, ইতিমধ্যে আমার মন্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছি। রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্যের বিষয়ে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। এ ছাড়া শোকজের কপি তিনি হাতে পেয়েছেন বলে জানান।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ