ঢাকা | 12 September 2025

মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে রাস্তা অবরোধ অবস্থান কর্মসূচি পালিত

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে রাস্তা অবরোধ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 
সোমবার(১৮ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখে আলাদা ভাবে শ্রমিকেরা কর্ম বিরতি রেখে অবস্থান কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে আলাদা দুটি মিছিল নিয়ে প্রায় ৪শত শ্রমিকের মিছিলটি ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে সামনে এসে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাদের দাবী দাওয়া তুলে ধরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তৃতারা জানান, ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে শ্রমিকেরা নিয়মিত ৩০ দিনের বেতন ভাতা ও বিভিন্ন উৎসবে ভাতা পেত এবং ২০২৩ সালে কৃষি মন্ত্রণালয় বিএডিসির চেয়ারম্যানকে অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিত করণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে তা বাস্তবায়ন না করে বর্তমানে ২০২৫ সালে আগের সেই সকল সুবিধা বাতিল করে ২২ দিন কর্ম দিবস ধরে বেতন ভাতা প্রদানের নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করে। তারই প্রতিবাদে এই অবরোধ, অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ। 
বক্তারা আরো বলেন, আমাদের দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ভাবে ২৯ জুন ২০২৫ তারিখে ঢাকায় সমাবেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখানেও আমাদের দাবি তুলে ধরা হয়েছে। আমাদের সেই দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা জানান।
এ সময় তাদের দাবি বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র(রেজি নং-৩১৫১) এর বাঁধন রায়, শামসুন্নাহার বেগম, তারা মিয়া, সুমন, বিএডিসি কৃষি খামার শ্রমিক ইউনিয়ন এর (৩১৫২)শহিদুল ইসলাম ও আব্দুস সালাম প্রমূখ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান ও আব্দুস সালাম। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ