ঢাকা | 12 September 2025

মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনের জন্য উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728




টাঙ্গাইলের মধুপুরে ভিক্ষুক পুনর্বাসন ও তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য  সুবিধা ভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার ( ১০সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে সুবিধাভোগীদের মাঝে মধুপুর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক শরিফা হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা ভোগীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ভিক্ষুক পুনর্বাসন  প্রকল্পের আওতায় ব্যাটারি চালিত অটো রিক্সা, এছাড়াও গ্রাম পুলিশদের কার্যক্রমিত করার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাফেরার জন্য যানবাহন প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা। 

প্রকল্পটি বাস্তবায়ন করে মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। এ প্রকল্পের আওতায় উপহার সামগ্রী হিসেবে রয়েছে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য ৬ টি ব্যাটারি চালিত অটো রিক্সা, গ্রাম পুলিশদের জন্য ২২ টি বাইসাইকেল, সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তিনটি যানবাহন। এ ছাড়াও ৫৭ জনের মাঝে দূর্যোগ শুকনা খাবার বিতরণ করেন জেলা প্রশাসক শরিফা হক।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ