ঢাকা | 27 July 2025

মধুপুরে খাবারের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান

., .
নিউজ প্রকাশের তারিখ :Jul 8, 2025 ইং
ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুরে একটি হোটেলে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন। ছবির ক্যাপশন: টাঙ্গাইলের মধুপুরে একটি হোটেলে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন।
ad728
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মধুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন করার অভিযোগে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের আদালত ৭জুলাই সোমবার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মধুপুর বাজার এলাকার একাধিক হোটেল ও খাবারের দোকান পরিদর্শন করেন তিনি। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ  ও পরিবেশন, রান্নাঘরে নোংরা পরিবেশ এবং খাবারে ঢাকনা ব্যবহার না করায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ওই আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, “ নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য জনস্বার্থ সংরক্ষণের প্রয়োজনে এই অভিযান অব্যাহত থাকবে।”


কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ