টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সোমবার(১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় র্যালী শেষে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা অগ্নি নির্বাপণের বিভিন্ন মহড়া দেখান। পরে ধনবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে ফায়ার সার্ভিস, ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকগন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, উপজেলা কৃষি অপিসার কৃষিবিদ মাসুদুর রহমান, ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন,ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, প্রেসক্লাব সদস্য সাংবাদিক সোহাগ হোসেন, পলাশ ইসলাম, নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যরা।
অন্যদিকে, সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।