টাঙ্গাইলের মির্জাপুরে জুবায়ের হোসেন নামে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে বাড়ির পাশে ঝিনাই নদ থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়। জুবায়ের হোসেন উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। 
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে খেলতে গিয়ে সকলের অজান্তে বাড়ির পাশে ঝিনাই নদে পড়ে যায় জুবায়ের। অনেক খোঁজাখঁজির পরও তার খোঁজ না পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। মির্জাপুর ফায়ার সার্ভিস  স্টেশনের কর্মী ও টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়ে তার কোন খোঁজ করতে পারেনি। শনিবার সকালে নদে শিশুটির ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী।    
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. বেলায়েত হোসেন জানান, তারা ও টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দলের সদস্যরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও তার কোন  খোঁজ করতে পারেননি। এদিকে চার বছরের শিশুর পানিতে ডুবে মৃতুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।