ঢাকা | 04 November 2025

সখীপুরে ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাত ১১টার দিকে পৌরসভার গড়গোবিন্দপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুদ রানা (৩৮), প্রতিমা বংকী এলাকার নাজমুল হোসেন (২৫) ও লাঙ্গুলিয়া বংশী নগর এলাকার আশিক মিয়া (২৮)।সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মাদক বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে গড়গোবিন্দপুর এলাকায় পুলিশ ওই তিন যুবকের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাঁদের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া যায়। 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী এমন অভিযান চলমান থাকবে। 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ