ঢাকা | 04 November 2025

সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে তারেক রহমান: কর্নেল আজাদ॥

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধ, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন, টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী)আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফট্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

শনিবার(২৫ অক্টোবর) রাতে টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের চরপাড়া এলাকায় এক জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরোও বলেন, দেশে দিন দিন বেকারত্বের হার বাড়ছে ফলে তরুণ যুবক যুবতীরা নেশা মাদক অপরাধের দিক ঝুকে পড়ছে। তাই দেশে কারিগরি শিক্ষায় তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধি করে বেকারত্বে অবসান ঘটনা সম্ভব। কারিগরি শিক্ষা ব্যবস্থায় আগামী তরুণ প্রজম্মের বেকারত্বে মুক্তি মিলবে। সেই সাথে দেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে সাজাতে কাজ করে যাচ্ছে বিএনপি। 

জনসভায় মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান,ধনবাড়ীর বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মঞ্জু ফকির,  যুবদল নেতা মিনহাজ হোসেন, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পরে, তিনি মধুপুর পৌরসভার টুনিয়াবাড়ী এলাকায় এক মত বিনিময় সভায় যোগ দেন। এসময় ধনবাড়ী উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নসহ ধনবাড়ী-মধুপুরের কর্নেল আজাদ সমর্থক বিএনপি নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ