ঢাকা | 12 September 2025

হিংসা বিভেদ ভুলে সকলকে একতাবদ্ধ থাকতে হবে ... সালাম পিন্টু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে ও সম্পাদক কাজী লিয়াকতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মজলুম জননেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখনো একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। সকল হিংসা বিভেদ ভুলে সকলকেই এখন ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে।
গোপালপুর উপজেলা ও শহর বিএনপির বর্ণাঢ্য আয়োজনে সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আবু ঈশা মুনিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওপেল চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, শহর বিএনপির সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, জাসাস সভাপতি শাহানুর আহমেদ সোহাগ, শহর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ প্রমুখ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ