টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর রেলওয়ে ষ্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় খাতেমুন বেগম নামক এক নারী (৫৫)নিহত হন। সঙ্গে থাকা তিনটি ছাগলও দ্বিখন্ডিত হয়ে যায়। নিহত নারীর বাড়ি হেমনগর ইউনিয়নের ভোলারপাড়া গ্রামে। তার স্বামীর নাম সমশের আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভূঞাপুর থেকে সরিষাবড়ী যাচ্ছিলো। হেমনগর রেলওয়ে স্টেশনের কয়েকগজ দূরে মাঠ থেকে তিনটি ছাগল নিয়ে খাতেমুন বেগম  দাদ্দরআটা সড়কে যাওয়ার জন্য হেটে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘনায় পড়েন। জামালপুর জিআরপি পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছেন।