বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমাদের জন্য নির্বাচনটি অনেক বড় চ্যালেঞ্জের। কারণ এই নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্রের উত্তোরণ ঘটবে। একটি নির্বাচিত সরকার এবং একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল রনীর সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র দাখিল করেন।
আযম খান বলেন, নির্বাচন সবসময়ই একটি চ্যালেঞ্জের বিষয়। নির্বাচনে জনগণ ভোট দেবেন, ভোট কাকে দেবেন না দেবেন এটা ভোটারদের নিজস্ব বিষয়। এই নির্বাচনটি জনগণের ভোটের নির্বাচন। তাই জনগণকে সুসংগঠিত করা, আমার দলের পক্ষে ঐক্যবদ্ধ করা, এটা আমার জন্য চ্যালেঞ্জিং। আমি যে কোন বিষয়কেই চ্যালেঞ্জ হিসেবে নিই এবং এই নির্বাচনকেও চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জ ইনশাআল্লাহ জিতবো। কারণ আমি এই সখীপুর-বাসাইলে গত ৫৬ বছর ধরে রাজনীতির মাঠে আছি। এই অঞ্চলের মানুষকে ভালোবাসি। তাঁরাও আমাকে ভালোবাসে।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, এবারের নির্বাচনটি দুটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার একটি হলো নির্বাচনের মধ্যদিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণে যাচ্ছি, আর দ্বিতীয়ত, নির্বাচিত সরকার ও নির্বাচিত সংসদের মধ্যদিয়ে এ দেশের সকল সমস্যা সমাধানের জন্য আমরা সকলেই উন্মুখ হয়ে আছি যে, দেশে নতুন সরকার আসবে, দেশের সকল সমস্যা সমাধানে আমরা এগিয়ে যাবো।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক শিকদার মো. সবুর রেজা, মো. গণি, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপি নেতা মীর আবুল হাশেম আজাদ, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।