মধুপুর প্রতিনিধিঃ
ক্রীড়া সুস্থ দেহ এবং মনের ধারক ও বাহক।এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী , শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১২ আগস্ট সকালে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন , মধুপুর উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধান এবং সহকারী বৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রীড়া সামগ্রী , শিক্ষা উপকরণ ও নানা ধরনের বৃক্ষের চাড়া তুলে দেওয়া হয়।