ঢাকা | 12 September 2025

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ আফ্রিকা শাখার উদ্যোগে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দক্ষিণ আফ্রিকা উত্তর শাখার উদ্যোগে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে স্বেচ্ছাসেবক দল দক্ষিণ আফ্রিকা উত্তর শাখার প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. মোরশেদ এলাহী অঞ্জনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক মর্যাদা) মোহাম্মদ সেলিম হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল দক্ষিণ আফ্রিকা উত্তর শাখার সদস্য মো. শরিফ মিয়া। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য মো. গোলাম রাফি, আতাউর রহমান জনি প্রমুখ। 

অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি কেএম আখতারুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ