ঢাকা | 12 September 2025

গোপালপুরে ওএমএসের আটা বিক্রির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728



সারাদেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় শুরু হয়েছে ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে আটা বিক্রি। খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ১ সেপ্টেম্বর সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তুহিন হোসেন।

কোনাবাড়ি বাজারের তামাকপট্রি এলাকায় প্রবীর ট্রেডার্স ও সূতী বাজারের আলহা এন্টারপ্রাইজ, পৌরসভার দুটি বিক্রয়কেন্দ্র থেকে প্রতিজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে ক্রয় করতে পারবেন। সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, গোপালপুর বাস মালিক সমিতির আহ্বায়ক প্রবীরচন্দ্র চন্দ, উপজেলা খাদ্য উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, ডিলার প্লাবন চন্দ্র চন্দসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের নাগালে স্বল্পমূল্যে আটা পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিম্ন আয়ের মানুষ যাতে সহজে খাদ্যপণ্য সংগ্রহ করতে পারেন, সে জন্য এ কর্মসূচি চলমান থাকবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ