তারেক রহমান প্রণীত আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের কাছে পৌঁছে দিতে টাঙ্গাইলের ঘাটাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।
আজ বৃহস্পতিবার ১৬ই অক্টোবর সকাল থেকে বিকাল পর্যন্ত তার নিজ নির্বাচনী এলাকা ঘাটাইল উপজেলায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ,ব্যবসায়ী ও পথচারী মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় তিনি ৩১ দফা বাস্তবায়ন, দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। লিফলেট বিতরণের সময় মোটরসাইকেল শোভাযাত্রা সহ বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিলেন। সাধারণ জনগণ ও তার এই লিফলেট বিতরণে অংশ নেন। পথে পথে বিপুল সংখ্যক নারী-পুরুষ তাকে অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ,বিশিষ্ট শিল্পপতি সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী আব্দুল বারী,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল, মহিলাদল নেত্রী ইসরাত জাহান নুপুর, মোস্তাক আহমেদ সাগর, খুররম মাসুদ সিদ্দিকী, ইয়াসির আরাফাত শাওন, হাসানুজ্জামান তরুণ, মোহাম্মদ আফজাল হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।