ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলে চিংড়িতে জেলি দেওয়ায় ৭৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলে চিংড়ি মাছের খোলশের ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি এবং নকল পণ্য বিক্রির দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) শহরের পার্ক বাজার এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে ওই অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার পার্ক বাজারের চিংড়ি মাছের খোলশের ভেতর জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে মাছ বিক্রির দায়ে আড়তদার মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা, একই বাজারে মুরগি বিক্রিতে ওজনে কম দেওয়ায় আরশাফকে ১০ হাজার টাকা এবং টাঙ্গাইল ক্লাবের বাটার গলিতে ‘তাজ কালেকশন’ নামক কসমেটিকসের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 
জাতীয় ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, শহরের পার্ক বাজারে চিংড়ি মাছে জেলি দিয়ে মাছ বিক্রিকালে হাতে-নাতে প্রমাণ পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই বাজারে মুরগি বিক্রিতে ওজনে কম দেওয়ায় সতর্কতা হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন শহরের টাঙ্গাইল ক্লাবের পেছনে বাটার গলিতে গোপন সংবাদের ভিত্তিতে একটি কসমেটিকসের দোকানে অভিযান চালিয়ে অবৈধ এবং নিষিদ্ধ পণ্য রাখার অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযান চালানোকালে টাঙ্গাইল পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)  জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, সংবাদকমী মামুনুর রহমান, মাসুদ রানা ও সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ