টাঙ্গাইলে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষা বর্ষের বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি মডেল টেস্ট এ শাখা ভিত্তিক ১ম, ২য় ও ৩য় স্থান, শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ উপস্থিত এবং ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যন্ত সর্বোচ্চ নম্বরধারী কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকালে অত্র বিদ্যালয় হল রুমে শিক্ষার্থীদের এই পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ে অভিভাবক সদস্য সাদত আল হারুন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, টাঙ্গাইল শহর বিএনপির সহ-সভাপতি মাসুদ পারভেজ পান্নু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিয়া চান'সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন উপস্থিত ছিলেন।