ঢাকা | 12 September 2025

টাঙ্গাইলে ঘাটাইলে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারলিপি প্রদান

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Jul 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
ঘাটাইল  প্রতিনিধি : 
টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঘাটাইলে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) সকালে ঘাটাইল  উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ঘাটাইল  উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার ৬০টি প্রতিষ্ঠানের প্রায় ৮শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী। পরে প্রধান উপদেষ্টা বরাবর প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

মানববন্ধনে ঘাটাইল  উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বক্তব্য রাখেন ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর  সভাপতি এস.এম. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুজ্জামান,  সহ-সভাপতি - শাকের আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক  আরিফ আহমেদ,দপ্তর সম্পাদক হেলাল উদ্দন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এটি সুস্পষ্ট বৈষম্য। এতে দেশের একটি বড় অংশের মেধাবিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।যে জাতির মেরুদণ্ড শিক্ষা, সে জাতির একটি বড় অংশকে স্তব্ধ করার পাঁয়তারা চলছে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন মানে মেধাবী শিশুদের শিক্ষাকে হুমকির মুখে ফেলা। অবিলম্বে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তা না হলে রাজপথে আমরা আন্দোলন করবো।


মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল  উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ