ঢাকা | 12 September 2025

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ নেই ------ সুলতান সালাউদ্দিন টুকু

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728




বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালহউদ্দিন টুকু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সঙ্গে রেখে মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চাই। একটা দল একাত্তরের ষড়যন্ত্র করেছে কোন লাভ হয় নাই। এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদেরকে বলতে চাই জনগণের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন। জনগণের বিরুদ্ধে গিয়ে কোন লাভ হবে না। শুক্রবার (০৫ সেপ্টেম্বর)  বিকেলে টাঙ্গাইল সদর উপজেলায় ৪নং করটিয়া ইউনিয়ন বিএনপি'র কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। এদেশটা আমাদের সকলের। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এই জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দিবো ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে।  

 তিনি আরো বলেন, আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে এই টাঙ্গাইলকে একটি আধুনিক মডেল টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। টাঙ্গাইলে কোন কিশোর গ্যাং থাকবে না, কোন সন্ত্রাস থাকবে না। আধুনিক একটি নিরাপদ টাংগাইল গড়ে তুলবো ইনশাল্লাহ।

 টুকু বলেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব । আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশ নায়ক তারেক রহমান । 

করটিয়া  ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি  কামরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির  সভাপতি মো.আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, সদর উপজেলা বিএনপির সিনিয়র 
যুগ্ম সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব, করটিয়া সাদ'ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জাদিদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আকাশ প্রমুখ। অনুষ্ঠান শেষে কর্মক্ষম শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ