ঢাকা | 27 July 2025

ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

., .
নিউজ প্রকাশের তারিখ :Jul 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) “জুলাই গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক  ভবনের সেমিনার কক্ষে ১৬ জুলাই বুধবার  আয়োজিত এই সভায় বক্তারা ২০২৪ সালের  জুলাইয়ের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানএবং এই হত্যাকাণ্ডের পেছনের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরেন।

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন শহীদ মারুফের মা মোসেদা বেগম। সভার সভাপতিত্ব করেন জুলাই গণহত্যা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

 এ সময় অধ্যাপক ড.মামুন বলেন
" আমি জুলাইয়ের যোদ্ধা এটা আমি বলতে চাই না।এটা একটা ন্যাচারাল প্রসেস ছিলো।"
এছাড়া প্রফেসর ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন"জুলাই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং জুলাই আন্দোলন আমাদের যে চেতনা দিয়ে গেছে,সেই চেতনায় উদ্ভাসিত হয়ে সুন্দর বাংলাদেশ গড়ব।" 
সভায় অন্য বক্তারা শহীদদের গভীরভাবে স্মরণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানার আহ্বান জানান।


কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ