টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ৫৩ বছরের মধ্যে চলতি বছর এসএসসিতে সেরা সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালের পরীক্ষায় শতভাগ পাশের পাশাপাশি ১২৭ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন। এরমধ্যে ১৯জন ট্যালেন্টপুলে আর ১০৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নূরুন্নবি শিহাব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ৩৭২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাশ করে। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেন ২২৮ শিক্ষার্থী। এদের মধ্যে ১৯জন ট্যালেন্টপুলে বৃত্তিসহ ১২৭জন মেধা বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলেন মুহিদুল ইসলাম বায়েজিদ, তৌফিক হাসান টিটু, মৃম্ময় আহমেদ, রূপরেখা বিশ্বাস, অঙ্কনি সাহা ছোঁয়া, নুসরাত জাহান নাজনিন, মাইসা তাবাসসুম ইপ্তি, নুসরাত জাহান নওশীন, মনির আক্তার, ফাহমিদা মারিয়ম দিবা, সোনিয়া, মিফতাহুল জান্নাত অপ্সরা, অন্তরা পন্ডিত, নাজমুল হাসান, শরীয়ত বিন আব্দি আজীজ, সিফাত সরকার, ফারিহাতুল জান্নাত ফিমা, সারা লাবণ্য স্বর্ণা ও সুরাইয়া ইসলাম।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় এই সফলতা সম্ভব হয়েছে। সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামীদিনে দেশ সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।