ছবির ক্যাপশন:
টাঙ্গাইলের মধুপুরে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এবং পৌরসভার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনার সময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ০৩ টি দোকানে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্যাশ মেমো সঠিকভাবে সংরক্ষণ করার জন্য বিভিন্ন দোকানে তাগিদ প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন(ভূমি) মো. নইম উদ্দিন ও তার দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, মধুপুর থানা পুলিশের একটি টিম।
উল্লেখ্য এসময় উপজেলার বিভিন্ন গোডাউন পরিদর্শন করে নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রয়ের জন্য ডিলারদের সতর্ক করা হয়।