ঢাকা | 27 July 2025

মধুপুরে ১২ বছরের শিশুকে হত্যার অভিযোগে সৎ মা ও বোন আটক

., .
নিউজ প্রকাশের তারিখ :Jul 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


মধুপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে ১২  বছর বয়সী এক  শিশুকে হত্যার অভিযোগে সৎ মা ও বোনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। 


 শনিবার(২৬জুলাই) রাতে আটায় দিকে  উপজেলার মির্জা বাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত ছেলেটির নাম মোহাম্মদ নিরব  হোসেন। সে ব্রাহ্মণবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। 

জানাযায়, নীরবকে ছোট রেখে তার মা মারা যায়া। এমতবস্থায় বড় ভাই ও বাবা মিলে  নীরবকে লাগল পালন করছিল। 

নীরবের বাবা আব্দুল লতিফ জানান,সে ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে ধনবাড়ীতে চলে যায় এবং বিকেলে ফোন করে তাকে বলা হয় বাড়িতে দূর্ঘটনা ঘটেছে। এমন সংবাদে দ্রুত বাড়িতে চলে আসলে দেখতে পান তার ছোট ছেলে নীরব মৃত অবস্থায় বিছানায় পরে আছে।

বিষয়টি নিয়ে প্রতিবেশীরা মধুপুর থানায় পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারের সময় সৎ মোসা: লিলি বেগম ও সৎ বোন লাকী আক্তারের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা থানা হাজতে আটক রয়েছে।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির জানান, বিষয়টি আমি অবগত আছি। সন্দেহজনক ভাবে সৎ মা ও বোনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মটেম রিপোর্ট হাতে পেলেই বলা যাবে এটি হত্যা না আত্মা হত্যা।


কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ