ঢাকা | 12 September 2025

মর্নিং ফুটবলে মেঘনা দল সেমিফাইনালে

Deleted, Deleted
নিউজ প্রকাশের তারিখ :Aug 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

ক্রীড়া প্রতিবেদক॥ মেঘলা দিনে মেঘনা ফুটবল দলের কাছে ক্ষয়ে যাওয়া লৌহজং নদীর মতো লৌহজং ফুটবল দলও ভুল সময়ে গোলরক্ষক পরিবর্তনের একটিমাত্র ভুলের খেসরাতে বৃষ্টির ফোঁটার সাথে  পরাজয়ের অশ্রু বিসর্জন দিল। 
টাঙ্গাইল স্টেডিয়ামে  মনিং মিনি ফুটবল টুর্নামেন্টে শুক্রবার (২৩ আগস্ট) সকালের সূর্য উঠার পর মেঘলা আবহাওয়ায় “ক”গ্রুপের মেঘনা বনাম লৌহজং ফুটবল দলের গতিময় ও তীব্র প্রতিন্দ্বন্দিকাপূর্ন ম্যাচ অনুষ্ঠিত হয়। মেঘলা আবহাওয়ায় খেলার শুরুর সাথে সাথে আকাশও কেঁদে ফেলে মাঠে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটায় আক্রমন পাল্টা আক্রমনে মিনি ফুটবলের ম্যাচ জমে উঠে। মাঠের পাশেই আন্তর্জাতিক কাবাডি খেলার দর্শকরাও এই আকর্ষনীয় ফুটবল ম্যাচের দর্শক হয়ে যায়। খেলার প্রথমার্ধ দু’লের কেউ কাঙ্খিত গোলের ঠিকানা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধে  লৌহজং দলের গোলরক্ষক আশরাফ আলীর পরিবর্তন নিয়ে খেলা শুরু হয়। বৃষ্টি ভেজা ভারী কাঁদা মাঠে দু’দলই আক্রমন করে খেলতে থাকে। তবে দু’দলের আক্রমন রক্ষণভাগেই সীমাবদ্ধ থাকে। তবে খেলার ৩৭ মিনিটের সময় একটি বিক্ষিপ্ত আক্রমন থেকে ইমতিয়াজ ফাঁকায় দাঁড়িয়ে থাকা লৌহজং পেনাল্টি বক্সে দরুল হুদাকে পাস দিলে দরুল হুদা পরিবর্তিত গোলরক্ষককে বোকা বানিয়ে একটু সময় নিয়ে বল বারে পাঠিয়ে দেন(১-০)
খেলায় পিছিয়ে পড়ে লৌহজং ফুটবল দল আক্রমন করে খেলতে থাকে। কিন্তু হালকা বৃষ্টির মধ্যে ভারী কোন পক্ষ আর গোল করতে পারেনি। দুটি ম্যাচ জয়ে মেঘনা পূর্ন ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এবং লৌহজং ফুটবল দল একটি পরাজয় এবং একটি ম্যাচ ড্রয়ে ১ পয়েন্ট  নিয়ে অবস্থান করছে। 
মেঘনা ফুটবল দলঃ ডাক্তার হায়দার আলী, ডাক্তার শরিফুল ইসলাম, ইফতেখারুল অনুপম, ডাক্তার আব্দুল্লাহ, আরিফ আকন্দ(অধিনায়ক), সংগ্রাম, পবিত্র, আবু সফিয়ান উজ্জল, হাবিব, আল আমিন কাজী, ইমতিয়াজ ও দরুল হুদা
লৌহজং ফুটবল দলঃ নাজমুল ইসলাম, বিশ^জিৎ, আরিফুল, মির্জা টিপু(অধিনায়ক), সুলতান মাহমুদ, মাজহারুল, রফিকুল, আলিম আকন্দ, সুজিত কুমার, আশরাফ আলী, সঞ্চয় বসাক ও সজল। 
রেফারীঃ হারুন অর রশীদ, সহকারী রেফারীঃ মমিনুর রহমান ও মমিনুল ইসলাম
আজকের খেলাঃ কর্ণফুলী ফুটবল দল বনাম ব্রক্ষ্মপুত্র ফুটবল দল 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ