ঢাকা | 03 November 2025

টাঙ্গাইলে দাইন্যা ইউনিয়নে টুকুর পক্ষে মহিলাদলের নির্বাচনী উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 26, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
 টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। সবার মুখে এখন শুধু নির্বাচনী আলোচনা। নির্বাচনী হাওয়া বয়ে চলেছে শহর থেকে গ্রামে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সদর-৫ আসনে  আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম এর নেতৃত্বে  (২৬ অক্টোবর) রবিবার বিকেলে অত্র ইউনিয়নের  বাসা খানপুর ঘোনাপাড়া গ্রামের ৩নং ওয়ার্ডে হেনা বেগমের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের কাছে ভোট প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেত্রী নাসরিন আজাদ, সোনিয়া হামজা, আবিদা অপু, এলি আক্তার, হাওয়া বেগম, আশা আক্তার,  ও কোহিনুর বেগম প্রমুখ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ