আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫(সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী টাঙ্গাইলের মাটি ও মানুষের মজলুম জননেতা জেলা আমীর আহসান হাবিব মাসুদ করটিয়া ইউনিয়নের কুমিল্লী বাজারে জনসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল, সদর সহকারী সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা ইয়াসিন আলী, লাইট হাউস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহানুর চৌধুরী, শহর ১৮ নং ওয়ার্ড সেক্রেটারি ডাক্তার আবু কাওসার সহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।