ঢাকা | 04 November 2025

সখীপুরে উপুড় হয়ে পড়ে ছিলো যুবকের লাশ,‌ পরিবারের দাবি হত্যাকাণ্ড

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

টাঙ্গাইলের সখীপুরে মেহেদি হাসান (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গভীর রাতে নিজের থাকার ঘরের সামনেই উপুড় হয়ে পড়ে ছিলো তাঁর লাশ। গলা ও শরীরের বিভিন্ন জায়গায় ছিলো আঘাতের চিহ্ন। বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার রতনপুর খন্দকারপাড়া এলাকার নিজের বাড়িতেই মেহেদির লাশ দেখতে পান স্বজনেরা। তিনি ওই এলাকার আব্দুল বারেকের ছেলে। শুক্রবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের দাবি- প্রেমগঠিত বিষয়ে ক্ষুব্ধ হয়ে মেহেদিকে হত্যা করে ফেলে রেখে গেছে। 

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক তরুণীর সঙ্গে মেহেদির প্রেমের সম্পর্ক চলছিল। মাস খানেক আগে দুজনে বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল। পরে তাঁরা ফিরে এলে  সালিশি বৈঠকের মাধ্যমে দুজনের বিচ্ছেদ করিয়ে দেওয়া হয়। এ নিয়ে তরুণীর পরিবার মেহেদির প্রতি ক্ষুব্ধ ছিল। গত তিনদিন আগে ওই তরুণীর ভাই সাব্বির ও বাবা ফরমান আলী লাঠিসোটা নিয়ে বাড়িতে এসে মেহেদিকে হুমকি দিয়ে যান। 

নিহত মেহেদির বাবা আব্দুল বারেক বলেন, ছেলের প্রেমের বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়েছিল। এরপরও ওই তরুণীর বাবা বারবার হুমকি দিচ্ছিল। ওরাই আমার ছেলেটাকে গলাটিপে হত্যা করে ঘরের সামনে ফেলে রেখে গেছে। ‌আমরা এর তদন্ত সাপেক্ষে বিচার চাই। লাশ দাফনের পর এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হবে। 

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে কীভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট হয়ে যাবে। নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ