আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রচারণার তোড়জোড় বেড়েছে বিএনপির। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সদর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে মা-বোনদের ধানের শীষে ভোট দানে উৎসাহিত করছেন মহিলাদল নেত্রীরা। এ উপলক্ষে, টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে অত্র ইউনিয়নের বগুনটাল গ্রামের ৬নং ওয়ার্ডে ছুরমান আলীর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে টুকুর পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, এলি আক্তার, হাওয়া বেগম, আশা আক্তার, খাদিজা আক্তার ইমু, ও কোহিনুর বেগম প্রমুখ।