ঢাকা | 12 September 2025

সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Sep 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডিক্রীর বন্দ এলাকার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বার্ধক্য জনিত কারণে দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। 
আমজাদ হোসেন মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরে যুক্ত থেকে অসামান্য ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে এবং পরবর্তীতে বাংলাদেশ ডাক বিভাগে কর্মরত ছিলেন। জীবদ্দশায় তিনি ১০টি পদক লাভ করেন।
প্রয়াত আমজাদ হোসেন দুই পুত্র ও তিন কন্যা অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দাফনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন ও সরিষাবাড়ী থানা পুলিশ গার্ড অব অনার প্রদান করেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে মরনোত্তর রাষ্ট্রীয় সম্মান ও মরহুমের কবরে শ্রদ্ধানিবেদন করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ