টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সহসভাপতি কবি ও সাংবাদিক জহিরুল ইসলাম শেলির বড় ভাই ওবাইদুল ইসলাম লুটন (৫৫) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কুমুদিনী হাসপাতালে তিনি মারা যান। ওবাইদুল ইসলাম লুটন উপজেলা সদরের বাইমহাটি গ্রামের সাইফুল ইসলাম মাষ্টারের ছেলে।
সাংবাদিক জহিরুল ইসলাম শেলি জানান, তাঁর ভাইয়ের শ্বাসকষ্ট জনিত রোগ ছিল। সোমবার গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, ৫ ভাই ১ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর উপজেলা প্রশাসন জামে মসজিদে জানাজা নামাজ শেষে মির্জাপুর কেন্দ্রীয় কবরাস্থানে দাফন করা হবে। এ দিকে জহিরুল ইসলাম শেলির ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সিদ্দিকী।