ঢাকা | 04 November 2025

তালুকদার লাভলীর কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ন শব্দাবলি’র পাঠ-উন্মোচন

স্টাফ রিপোর্টার, .
নিউজ প্রকাশের তারিখ :Oct 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728


শরতের বৃষ্টিভেজা বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০৫ নম্বর কক্ষে অনুষ্ঠিত হলো কবি ও কথাসাহিত্যিক তালুকদার লাভলীর প্রথম কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ন শব্দাবলি’-এর পাঠ-উন্মোচন অনুষ্ঠান। গত ১১ অক্টোবর, শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে পেন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কবি নোমত উল্যা ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, আর উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। এছাড়াও আলোচনায় অংশ নেন প্রথিতযশা কথাশিল্পী হরিশংকর জলদাস, পেন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজা, এবং গবেষক ও অনুবাদক ড. গৌরাঙ্গ মোহান্ত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও আবৃত্তিকার দেওয়ান সাঈদুল হাসান।
আলোচকবৃন্দ বলেন, তালুকদার লাভলীর কবিতায় প্রতিবাদ, দ্রোহ ও সংগ্রামের ধ্বনি স্পষ্টভাবে উচ্চারিত হয়েছে। তার কবিতায় সমাজ-বাস্তবতা, ভালোবাসা, বেদনা ও মানবতার গভীর মেলবন্ধন লক্ষ্য করা যায়।
কবিতার মাধ্যমে মানবজীবনের অন্তর্দহন, নারী-চেতনা ও সামাজিক অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদের স্বরকে নতুন মাত্রায় তুলে ধরেছেন এই কবি।
'আমার বিষণ্ন শব্দাবলি’ কাব্যগ্রন্থে ভালোবাসা, বেদনা ও মানবতার মিশেলে উঠে এসেছে সমকালীন সমাজ ও সময়ের প্রতিচিত্র।
উল্লেখ্য, তালুকদার লাভলী আধুনিক বাংলা কবিতার এক সংবেদনশীল কণ্ঠ হিসেবে পরিচিত। তার রচনায় ভালোবাসা, প্রকৃতি, সামাজিক ন্যায়বিচার এবং মানবজীবনের নানা দিক জীবন্তভাবে ফুটে ওঠে। বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের সংগ্রাম তার লেখায় নতুন আলোয় প্রতিফলিত হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ