ম
জাহিদুল কবির মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলে মধুপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ সহায়তায় প্রধানের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচি শুভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকালে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে বীজ সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানার সভাপতিত্বে সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার এ,বি, এম, খাইরুল আলম, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মিজানুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র জানায়, চার হাজার ৮শ ১০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও ৪৫ হাজার কেজি ডিএপিও ৪৫ হাজার এমওপি সার কৃষকদের মাঝে তুলে দেওয়া হবে।